রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বহুতল ভবনে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে ভুল তথ্য দেওয়ায় দুঃখ প্রকাশ করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস থেকে ২৫ জনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়। পরে ফায়ার সার্ভিস দুঃখ প্রকাশ করে তালিকা সংশোধন করে ফের মরদেহের সংখ্যা ১৯টি লিখে দেয় বোর্ডে।
এ বিষয়ে বনানীর সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম বলেন, কুর্মিটোলায় পাঠানো ছয়টি মরদেহ যখন ফের ঢামেকে পাঠানো হয় তখনই গণ্ডগোল বাঁধে। ওই ছয়টি যোগ করে ২৫ করে ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা।
এদিকে এখন পর্যন্ত ১৯ জনের লাশের মধ্যে ইউনাইটেড হাসপাতালে তিনজন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৯ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭ জন মারা গেছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জন। এদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে ৪১ জন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চারজন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।