রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর আড়াইটার পর আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেন তিন বাহিনীর সদস্যরা।
এরইমধ্যে আকাশ থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারকে টহল দিতে দেখা গেছে। এছাড়া হেলিকপ্টার থেকে আগুন নিয়ন্ত্রণে ব্যবহৃত উপাদান ভবনটির ওপর ফেলতে দেখা যায়।
ঘটনাস্থলে এসেছে আইসিইউ ও সিসিইউ এর সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স। এগুলোর মাধ্যমে সরাসরি গুরুতর আহত মানুষদের চিকিৎসা দেওয়া যাবে।
ভবনটি থেকে অনেক মানুষকে তার বেয়ে নেমে আসতে দেখা গেছে। অনেককে নামিয়ে আনছেন উদ্ধারকারীরা। ভবনটির বিভিন্ন অংশ থেকে উদ্ধারের আকুতি জানিয়ে উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণ করছেন অনেকেই।
এদিকে ভবনটির আশপাশে জড়ো হওয়া হাজারো উৎসুক জনতার কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন সেখানে উপস্থিত সংবাদ কর্মীরা। পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও আশপাশ থেকে সরে যাচ্ছেন না কেউ।
দুপুর তিনটার ১১ মিনিটে উদ্ধারকারীদের ল্যাডারের সাহায্যে ভবনটির অষ্টম তলা থেকে একজনকে উদ্ধার করতে দেখা যায়।