জেসুসের জোড়া গোলে জয়ে ফিরল ব্রাজিল

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল৷ চেক প্রজাতন্ত্রের মাঠ প্রাগে জেসুস ও ফিরমিনোর গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে সেলসাওরা।

ম্যাচের শুরতে বলের নিয়ন্ত্রণে ব্রাজিল এগিয়ে থাকলেও প্রথম আক্রমণটি রচনা করে স্বাগতিক চেক প্রজাতন্ত্র। প্রথমার্ধ জুড়ে দু’দলই চাপে রাখে প্রতিপক্ষের রক্ষণভাগকে। ২৪ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করা ব্রাজিলকে ম্যাচের ৩৭ মিনিটে চমকে দেয় চেক প্রজাতন্ত্র। ম্যাচের প্রথম গোলটি আসে দাভিদ পাভেলকার পা থেকে।

\"\"

ঠিক ডি বক্সের সামনে অনেকটা ফাকায় দাঁড়িয়েছিলেন তিনি। মার্কিনিয়োসের পায়ে লেগে গতিপথ পরিবর্তন হওয়া বল পেয়ে যান পাভেলকার। লিভারপুলে খেলা তারকা গোলরক্ষক এলিসনকে ফাঁকি দিয়ে বল জালে পাঠাতে মোটেও বেগ পেতে হয়নি এই ফরোয়ার্ডের। এছাড়াও প্রথমার্ধে একাধিক আক্রমণ করে চেক প্রজাতন্ত্র।

তবে গোল শোধ করতে বেশি দেরি করেনি ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিভারপুলের রবার্তো ফিরমিনো গোল করেন। চেক প্রজাতন্ত্রের রক্ষণভাগের খেলোয়াড় সেলাসির ব্যাকপাস ফিরমিনো দ্রুত দৌড়ে গিয়ে নিজের আওতায় নিয়ে শট করেন প্রতিপক্ষের জালে।

\"\"

ম্যাচের ৮৩ মিনিটে ব্রাজিল এগিয়ে যায়। মাঠে বদলি নামা গ্যাব্রিয়েল জেসুস গোলটি করেণ পাল্টা আক্রমণে। প্রতিপক্ষের ডিবক্সের বা পাশে এসে জেসুসের উদ্দেশ্যে ডান পাশে বল পাঠান নেরেস। সহজেই লক্ষ্যভেদ করেন জেসুস।

ম্যাচের শেষ গোলটি আসে নির্ধারিত সময়ের শেষ মিনিটে। আলান ও জেসুসের দারুণ বোঝাপড়ার ফল এই গোলটি। জেসুসের উদ্দেশ্যে আলান হালকা শটে বল বাড়িয়ে দেন। দুই বারের চেষ্টায় জেসুস বল জড়ান প্রতিপক্ষের জালে। ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন তিতের শিষ্যরা।

Scroll to Top