সব বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আমরা অংশ নেব: ভিপি নূর

দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। আর প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনে সাধারণ ছাত্র অধিকার পরিষদ অংশ নেবে বলে জানান তিনি।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ডাকসুর ভিপি বলেন, ‘সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ ছাত্র অধিকার পরিষদ থেকে আমরা অংশ নেব এবং শিক্ষার্থীরা সেটা চায়। কারণ শিক্ষার্থীরা দেখেছে ৯০ এর পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নামে পেশিশক্তি নির্ভর যে অপরাজনীতি হয়েছে তা শিক্ষার পরিবেশকে ব্যাহত করেছে। আর এইসব অপরাজনীতির আধিপত্যকে কেন্দ্র করে যে অপকর্ম হয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ছাত্রদের দাবি নিয়েই কাজ করতে চায়।’

‘গত বছর আমাদের সংগঠন হলেও ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করে আমরা যে জনপ্রিয়তা পেয়েছি, তা থেকে আমরা আশাবাদী সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন অতি দ্রুত সময়ের মধ্যে হবে। আর এসব নির্বাচনে আমরা অংশ নেব।’

নুরুল হক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যে অনিয়ম হয়েছে তার প্রতিবাদ চলছে। সেজন্য আমি ভিপি নির্বাচিত হয়েও আবার নির্বাচন চেয়েছি।’ ডাকসু নির্বাচনে অনিয়ম হয়েছে দাবি করে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এমন নির্বাচন হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডাকসুর ভিপি বলেন, ‘৯০ এর পর থেকে ছাত্র রাজনীতিতে যারা নেতৃত্ব দেন তারা দেশের কথা না ভেবে ছাত্রদের কথা না ভেবে দলীয় রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত ছিলেন। যে কারণে ছাত্ররা দেশের উন্নতির কাজে একটু কম এসেছে। সেই জায়গা থেকে এই অপরাজনীতির কিছুটা পরির্বতন এসেছে বলে আমি মনে করছি। ছাত্র রাজনীতির সেই ঐতিহ্য আমরা আবার ফিরিয়ে আনতে পারবো বলে আশা করছি।’

ডাকসুর ভিপির সঙ্গে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

Scroll to Top