কটিয়াদীর সব কেন্দ্রে ভোট স্থগিত, এসপি-ওসি প্রত্যাহার

ভোটের আগের রাতে ব্যালটে সিল মারার অভিযোগ ওঠায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে দায়িত্ব অবহেলায় কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম এবং কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সবকয়টি (৮৯টি) কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

সূত্র জানায়, কটিয়াদী উপজেলার অধিকাংশ কেন্দ্রে ভোটের আগের রাতেই সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখা হয়। সকাল ৮টায় ৮৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হলে রাতে ব্যালটে সিল মারার অভিযোগ ওঠে। এই অভিযোগে পাঁচটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। পরে পুরো উপজেলার ভোটকেন্দ্র স্থগিত করা হয়।


রোববার (২৪ মার্চ) পঞম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ভোটগ্রহণ চলছে।

Scroll to Top