এ দেশে তার মতো অত্যাচারিত, নিষ্পেষিত ব্যক্তি ‘আর নেই’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বুধবার দুপুরে নেতাকর্মীদের নিয়ে ৯০তম জন্মদিন পালনের সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন এরশাদ।
রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে ৯০ পাউন্ডের কেক কাটেন এরশাদ। এ সময় তিনি বলেন, ‘এ দেশে আমার মতো অত্যাচারিত, নিষ্পেষিত ব্যক্তি আর নেই। আমার বিপক্ষে রায় দেওয়ার জন্য ৭ বার জজ পরিবর্তন করা হয়েছে। বিনা বিচারে আমাকে ছয় বছর কারাগারে রাখা হয়েছে। অত্যাচার আমাকে দমাতে পারে নাই। হয়তো জীবদ্দশায় এটাই আমার শেষ বক্তব্য।’
শত অত্যাচার ও অবিচারের পরও জাতীয় পার্টি ‘টিকে রয়েছে’ বলে উল্লেখ করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘দীর্ঘ অত্যাচারে যে জাতি টিকে থাকে, সে জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। আমাদেরকেও শেষ করতে পারবে না।’
নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘তোমরা দলকে আরও শক্তিশালী করো। ইনশাল্লাহ আগামীতে এ জাতীয় পার্টি ক্ষমতার দ্বারপ্রান্তে যাবে।’
জন্মদিন উদযাপন কমিটির আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
এরশাদের দীর্ঘায়ু কামনা করে তার ভাই জি এম কাদের বলেন, ‘তিনি আমাদের পিতার মতো লালন পালন করেছেন, পুরো পরিবারকে আগলে রেখেছেন। শুধু আমাদের পরিবারকে নয়, ৯ বছর পুরো দেশকেই আগলে রেখেছিলেন।’
বক্তব্যের পর পার্টির বিভিন্ন অঙ্গসংগঠন নেতাকর্মীদের আনা কেক কাটেন এরশাদ। পরে পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এরশাদকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছো জানান।