ভারতের কাছে হেরে সাফ থেকে বিদায়

অসম্ভব চ্যালেঞ্জই ছিল বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য। ফাইনালে যেতে হলে হারাতে হবে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে। অনেকটা বয়সভিত্তিক দল নিয়ে সাজানো সিনিয়র ফুটবল দল ভালো খেললেও হার এড়াতে পারে নি। তাই নির্ধারিতভাবেই বাঘিনীদের বিদায় নিতে হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে। সঙ্গে দেশ সেরা ফুটবলার সাবিনা খাতুনেরও আক্ষেপ বাড়রো আরও একবার। গোলমেশিনের ক্যারিয়ারে এখনও যোগ হয়নি কোনও সাফ শিরোপা।

আজ বলতে গেলে প্রথমার্ধেই হেরে গেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। পুরো ম্যাচে হেরেছে ৪-০ ব্যবধানে। প্রথমার্ধে তিন ও দ্বিতীয়ার্ধের একেবারে শেষদিকে একটি গোল খেয়ে চারকোলা পূর্ণ হয়েছে। এই ভারতের সঙ্গেই অলিম্পিক বাছাইপর্বে সাতটি গোল হজম করেছিল গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। এরাই চলতি সাফে দুই ম্যাচে জালে বল পাঠিয়েছে ১১ বার। যদিও এর আগেও সাফ ও অলিম্পিক বাছাইপর্বে এই দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছে মেয়েদের।

যদিও ভারতের সঙ্গে সিনিয়র লেভেলে সব ম্যাচেই হারের তিক্তো স্বাদ পেয়ে বিদায় নিতে হয়েছে। গত সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ও ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

\"\"

সাফ সিনিয়র নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে আগেই সেমি ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। একই গ্রুপ থেকে সেমি নিশ্চিত করেছে নেপালও। গ্রুপপর্বে বাংলাদেশের চ্যালেঞ্জ ছিল স্বাগতিক নেপালকে হারানো। সেই চ্যালেঞ্জে হেরেছে সাবিনারা। নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে হেরেছে ৩-০ গোলে। বাংলাদেশ যেখানে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছে ২-০ ব্যবধানে, সেখানে নেপাল ভুটানকে হারিয়েছিল ৩-০ ব্যবধানে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় নেপাল। ভুটানের বিপক্ষে পাওয়া ২-০ গোলের জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় বাংলাদেশ।

‘বি’ গ্রুপে মালদ্বীপকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও শ্রীলঙ্কা। মালদ্বীপের জালে ভারত বল পাঠিয়েছে ছয়বার ও লঙ্কানরা দুবার। রোববার (১৭ মার্চ) গ্রুপপর্বের শেষ দিনে দুইদল লড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে। এই ম্যাচে ফেভারিট ছিল সবগুলো সাফের আসরের চ্যাম্পিয়ন ভারত।

নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে রোববার শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারানো ভারত দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৬-০ গোলে হারিয়েছিল তারা। এদিকে লঙ্কানদের হারিয়ে ফাইনাল আগেই নিশ্চিত করেছে স্বাগতিক নেপাল। তাদের সঙ্গে ভারত।


Scroll to Top