ইতিহাসের সেরা দল নিয়ে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপের। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই আসরের জন্য সকল দলেরই প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইংল্যান্ডে অনুষ্ঠিত এই আসরের জন্য প্রস্তুত বাংলাদেশও। খুব শিগগিরই দল ঘোষণা করবে বাংলাদেশ।

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার জানালেন, ডিপিএল ও আয়ারল্যান্ড সফর বাকি রইলেও নিউজিল্যান্ড সফরের পারফরম্যান্সেই মোটামুটিভাবে বিশ্বকাপ দল দাঁড় করানো হয়ে গেছে। ইতিহাসের সেরা দলটি নিয়েই এবার বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ।

সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশের সাবেক এই অন্যতম সফল অধিনায়ক মনে করেন, ‘অভিজ্ঞতা ও পারফর্মারদের বিচারে এবারের বিশ্বকাপে আগের যেকোনো আসরের চেয়েও শক্তিশালী দল নিয়ে যাবে বাংলাদেশ। আর বিশ্বকাপকে খুব নিকটে রেখে সেই দলটিই প্রস্তুত করে রেখেছেন তারা।’

তিনি বলেন, ‘পেছনের যত বিশ্বকাপ দেখেন এ বছর আমরা সেরা দলটা নিয়েই যাচ্ছি। এবার দল এত অভিজ্ঞ, যত পারফর্মার আছে আগে এত ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, জানেনই তো- একটা সেটআপ তো মাথায় রাখা আছে।’

তিনি বলেন, ‘বিশ্বকাপ দল করাটা অন্য সিরিজ–টুর্নামেন্টের চেয়ে একটু আলাদা হয়ে থাকে। সব সিরিজই গুরুত্বপূর্ণ। সব সিরিজের দল করতে অনেক চিন্তা করতে হয়। তবে বিশ্বকাপ সব সময়ই স্পেশাল।’

আবারও উল্লেখ করলেন, বাংলাদেশ ইংল্যান্ড বিশ্বকাপে যাবে সেরা দল নিয়েই। এ কারণে দল করতে গিয়ে আমাদের একটু বেশি চিন্তা ভাবনা করতে হয়, একটু সময় নিতে হয়। 

Scroll to Top