হামলার ভিডিও না ছড়াতে নিউজিল্যান্ড পুলিশের নির্দেশ

নিউজিল্যান্ডে মসজিদে হামলার পর ওই ঘটনার ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু সন্ত্রাসী হামলার ওই ভিডিওটি না ছড়াতে লোকজনকে নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ড পুলিশ।

নিউজিল্যান্ড পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, হামলার ভয়াবহ ওই ভিডিও অনলাইনে প্রচারের বিরুদ্ধে সতর্ক করছে পুলিশ। এ ছাড়া ভিডিওর লিংকটি শেয়ার না করার জন্য জোর অনুরোধ জানিয়েছে।

এদিকে ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, একটি গাড়ির মধ্যে একাধিক শটগান আগে থেকেই নিয়ে রেখেছিলেন বন্দুকধারী। ক্যামেরা চালু রেখেই হামলার জন্য প্রস্তুত হচ্ছিলেন এবং এক পর্যায়ে গাড়ি চালানো শুরু করেন।

পরে গাড়ি থেকে নেমে মসজিদের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা একজনকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করেন তিনি। এরপর মসজিদে প্রবেশ করতে করতে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন।

এর আগে নিউজিল্যান্ডের স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরে দুটি মসজিদে হামলার ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ২০ জন।এ ঘটনায় একজন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

Scroll to Top