২৩ হাজার প্রতিষ্ঠানে চলছে স্কুল কেবিনেট নির্বাচন

প্রায় ২৩ হাজারটি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্কুল কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।

দেশের আট বিভাগ ও আটটি মহানগরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতি শ্রেণি থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবে। পাঁচ শ্রেণিতে পাঁচজন নির্বাচনের পর তাদের মধ্য হতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজন নির্বাচিত হবে।

মাধ্যমিক পর্যায়ে এক লাখ ২৯ হাজার ৯৬০টি পদের জন্য দুই লাখ ৩১ হাজার ১২৬ এবং মাদরাসা পর্যায়ে ৫৩ হাজার ৭২৮টি পদের জন্য ৯৩ হাজার ৭১০ শিক্ষার্থী এ নির্বাচনে অংশ নিয়েছে।

সকাল ৯টায় শুরু হওয়া ভোট বিকাল ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

Scroll to Top