ডাকসু ও হল সংসদের নির্বাচনের ভোট চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু ও হল সংসদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে একযোগে ১৮টি আবাসিক হলে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।

এদিকে নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সিলমারা ব্যালট বাক্স পাওয়ার অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কুয়েত মৈত্রী হলে ব্যালট বক্সে আগে থেকে ভরে রাখা ব্যালট পেপার পাওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রক্টর ড. গোলাম রাব্বানী।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু ও হল সংসদের নির্বাচনে খালি ব্যালট বাক্স দেখিয়ে ভোট শুরু করাকে কেন্দ্র করে রোকেয়া হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণ বন্ধ থাকে। তবে সোয়া ঘন্টা পর রোকেয়া হলের ভোট গ্রহণ শুরু হয়।

সম্মিলিত শিক্ষার্থী সংসদ সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেছেন, \’কুয়েত মৈত্রী হলে যে ঘটনা ঘটেছে তা ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই করা হয়েছে।\’

এদিকে পাতানো নির্বাচন হতে যাচ্ছে অভিযোগ করেছে ছাত্রদল। প্রতিটি হলের গেটে ছাত্রলীগের নেতারা নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে জয়ের ব্যাপারে আশাবাদী ছাত্রলীগ। মুহসীন হলে নিজের ভোট দিয়ে এ কথা বলেন সম্মিলিত শিক্ষার্থী সংসদ ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

ডাকসুতে ২৫ পদের বিপরীতে মোট প্রার্থী হয়েছেন ২২৯ জন এবং ১৮টি হল সংসদে ১৩টি করে ২৩৪টি পদে বিপরীতে প্রার্থী আছেন ৫০৯ জন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪৩ হাজার ২৫৫ জন। তার মধ্যে ৫টি ছাত্রী হলের ভোট ১৬ হাজার ৩১২।

১৮টি হলের মধ্যে সবচেয়ে বেশি ভোটার ছাত্রীদের রোকেয়া হলে, মোট ৪ হাজার ৬০৮ জন। চূড়ান্ত প্রার্থী তালিকায় সহ-সভাপতি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১জন; তাদের সঙ্গে এই নির্বাচনে ১৪ জন লড়বেন সাধারণ সম্পাদক জিএস এবং ১৩ জন সহ-সাধারণ সম্পাদক এজিএস পদে। ১২টি প্যানেলের বাইরে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ২ জন স্বতন্ত্র হিসাবে নির্বাচনে লড়ছেন।

২৮ বছরের বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী, হল সংসদসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু\’র নির্বাচন প্রতি বছর হওয়ার কথা। কিন্তু স্বাধীনতার পর মাত্র ছয়বার নির্বাচন হয়েছে।

১৯৯০ সালের ৬ই জুন সবশেষ ডাকসু নির্বাচন হয়। ওই নির্বাচনে বিএনপি নেতা আমানউল্লাহ আমান সহসভাপতি এবং খায়রুল কবির খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Scroll to Top