পুলওয়ামায় হামলায় হতাহতের ঘটনার রেশ এখনো কাটেনি। এর মধ্যেই নতুন সঙ্কটে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তার বিরুদ্ধে ২০১৮ সালের সাধারণ নির্বাচনের মনোনয়নপত্রে মেয়ের বাবা হওয়ার কথা গোপন রাখার অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, ইমরান খানের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে একটি পিটিশন জমা পড়েছে। এতে তাকে অযোগ্য আখ্যা দেওয়ার দাবি উঠেছে। তার বিরুদ্ধে সৎ এবং ধর্মপরায়ণ না হওয়ার অভিযোগ আনা হয়েছে।
পিটিশনে বলা হয়েছে, ইমরান খান পাকিস্তানের সংবিধানের অনুচ্ছেদ ৬২ এবং ৬৩ লঙ্ঘন করেছেন। সেই কারণেই তাকে অযোগ্য ঘোষণা করার দাবি তোলা হয়েছে। এই অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার জন্য সৎ এবং ধর্মপরায়ণ হওয়ার শর্ত দেওয়া রয়েছে।
এই মামলার শুনানির জন্য রাজি হয়েছে লাহোর হাইকোর্ট। তাকে অযোগ্য ঘোষণা করার আবেদনের শুনানি আগামী সোমবার হবে বলে জানা গেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, অনা-লুইসা (সীতা) হোয়াইটের মেয়ে টাইরিন জেট হোয়াইট খানকে ইমনার খানের মেয়ে বলা হয়েছে। বলা হচ্ছে, ইমরান খান ২০১৮ সালের নির্বাচনের মনোনয়নপত্রে এই বিষয়টি গোপন করেছেন।
সীতা হোয়াইটকে ইমরানের প্রাক্তন প্রেমিকা বলা হয়। এই বিষয়ে ইমরানকে আগেও একাধিকবার প্রশ্ন করা হয়েছে। তবে তিনি কোনো উত্তর দেননি। এ ছাড়া সীতা হোয়াইটও ইমরান খানকে তার মেয়ের বায়োলজিক্যাল বাবা বলেছেন।
সীতা হোয়াইট এক ব্যবসায়ীর মেয়ে। তিনি এখন এই পৃথিবিতে নেই। বলা হয়, লর্ড গার্ডন হোয়াইট তার মেয়ে সীতাকে বলেছিলেন ইমরানকে বিয়ে করলে তাকে সম্পত্তির কোনো অংশ দেবেন না। তার পরেই তাদের বিয়ে আটকে যায়।