বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলাও বন্ধ

বৃষ্টির বাধায় আটকে আছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনও এখন পর্যন্ত খেলা শুরু হয়নি। নিউজিল্যান্ডের স্থানীয় সময় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এর আগে ওয়েলিংটনের বেসিন রিজার্ভ স্টেডিয়ামে বাংলাদেশ সময় গতকাল শুক্রবার ভোর চারটায় খেলা শুরু হওয়ার কথা ছিল।

এমনিতেই তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ। হ্যামিলটনে প্রথম টেস্টে টাইগাররা ইনিংস ও ৫২ রানের ব্যবধানে হেরেছিল। যদিও তিন তিনটি সেঞ্চুরি এসেছিল টাইগার ব্যাটসম্যানদের কাছ থেকে। কিন্তু প্রথম ইনিংসে বিব্রতকর ব্যাটিংয়ের কারণে বাজেভাবে হার মেনে নিতে হয় টাইগারদের।

তাই দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে অধিনায়ক প্রথম ইনিংসের দিকেই বেশি নজর দিচ্ছেন। সাকিবের অবর্তমানে নেতৃত্বের ভার বহন করা মাহমুদুল্লাহ বলেন,‘টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসটা সবসময়ই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাটিং করেন বা বোলিং এটা আপনাকে ভালো একটা বিল্ডআপ দেয়। সেদিক থেকে প্রথম ইনিংস আসলেই অনেক গুরুত্বপূর্ণ।’

হ্যামিলটনে দ্বিতীয় ইনিংসে শতক হাঁকানো মাহমুদুল্লাহ আরও জানান, ‘আমরাও চাই প্রথম ইনিংসে যদি ব্যাটিং করি, তবে একটা ভালো পার্টনারশিপ, ভালো শুরু এবং ভালো একটা টোটাল যেন করতে পারি। আর বোলিং করলে যেন দ্রুত কিছু উইকেট নিতে পারি। প্রতিপক্ষের শিবিরে কিছুটা চাপ তৈরি করতে পারি।’

বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম।

নিউজিল্যান্ড স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রা‍ভাল, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, উইল ইয়াং।

Scroll to Top