ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আজ দ্বিতীয় টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে সেটা আর সম্ভব হলো না। দীর্ঘ সময় অপেক্ষার পর দ্বিতীয় টেস্টের প্রথম দিন পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস করাই সম্ভব হয়নি। আবহাওয়ার হাল দেখে দুই দলের ক্রিকেটাররাও মাঠে আসেননি। অবশ্য সেই ঘাটতি পুষিয়ে দিতে দ্বিতীয়দিন আধ ঘণ্টা আগে খেলা শুরু হবে। তবে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা আছে শনিবার বিকেল পর্যন্ত।
শুক্রবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে ওয়েলিংটনে বৃষ্টি শুরু হয়। টানা ঝুম বৃষ্টিতে প্রথম সেশন পার হবার পর বিকেলের দিকে মাঠ পরিদর্শনে নামেন আম্পায়াররা। কিন্তু শেষ পর্যন্ত অবস্থার কোনো পরিবর্তন না দেখে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার পল রেইফেল ও রুচিরা পাল্লিইয়াগুরুগে।
তিন ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যে কিউইদের কাছে প্রথম টেস্টে হেরে পিছিয়ে বাংলাদেশ। নিজেদের সিরিজে ফেরার লড়াই এবার দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের মোকাবেলা করার অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।