ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনের শাপলা হলে তাকে শপথ পড়ান।
এছাড়া একই স্থানে রাজধানীর দুটি সিটি করপোরেশনের ৩৮জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের ১২ জন কাউন্সিলর শপথ নেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান্।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম নৌকা প্রতীকে ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাফিন আহমেদ। তিনি পান ৫২ হাজার ৪২৯ ভোট।
এদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০ জন সাধারণ কাউন্সিলর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১৮জন সাধারণ কাউন্সিলর পদসহ দুই সিটিতে ৬ জন করে ১২জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদেরও নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০১৭ সালের ৩০ নভেম্বর ডিএনসিসি মেয়র আনিসুল হক ইন্তেকাল করায় মেয়র পদটি শূন্য হয়।