ইংল্যান্ডে বিশ্বকাপের বাকি এখনো আড়াই মাস। এরই মধ্যে প্রায় প্রতিটি দেশই বিশ্বকাপের দল ঘোষণার প্রস্তুতি নিতে শুরু করেছে। এরই মধ্যে পাকিস্তান তাদের প্রাথমিক দলও ঘোষণা করেছে। আজ প্রাথমিক দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিষয়টি দৈনিক নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এরই মধ্যে নির্বাচকরা প্রাথমিক দল তৈরি করেছেন। ৩০ সদস্যের এই দলে রাখা হয়েছে অভিজ্ঞ ও তরুণদের। সেখান থেকেই ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে।
এ বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘আমরা ৩০ সদস্যের প্রাথমিক দল তৈরি করেছি। এখানে অভিজ্ঞদের সঙ্গে অনেক তরুণ ক্রিকেটারও আছে। অবশ্যই এখান থেকে সেরাদের নিয়ে আমরা মূল দল ঘোষণা করবো। একটু আগেই করতে হচ্ছে কারণ কিছু লজিস্টিক বিষয় আছে। এ ছাড়াও ক্রিকেটারদের মানসিক ভাবেও প্রস্তুত করতে হবে। এখান থেকেই তো আমরা মূল দল চূড়ান্ত করবো তাই সবাইকে দেখে নেয়া দরকার।’ জানা গেছে, প্রাথমিক দলে রাখা হয়েছে ইনজুরি আক্রান্ত তাসকিন আহমেদকেও। এপ্রিলেই তার মাঠে ফেরার কথা। এ ছাড়াও আছেন বিপিএলে দারুণ পারফরম্যান্স করা চট্টগ্রাম ভাইকিংসের ইয়াসির আলী। থাকছেন নাঈম হাসান ও আফিফদের মতো তরুণরাও।
মিনহাজুল আবেদিন বলেন, ‘এপ্রিলের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের দিকে তাসকিন হয়তো মাঠে ফিরবে। এ কারণে আমরা ওকে প্রাথমিক দলে রেখে দিয়েছি। ইয়াসির ছাড়াও অনেক প্রতিভাবান তরুণকেও রাখা হয়েছে প্রাথমিক দলে।’ বাংলাদেশ দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে ২২শে এপ্র্রিল থেকে। সেই মাসেই জাতীয় দল যাবে আয়ারল্যান্ড সফরে। সেখানে খেলবে ত্রিদেশীয় সিরিজ। অবশ্য তার আগেই ঘোষণা হয়ে যাবে বিশ্বকাপের জন্য মূল দল। ত্রিদেশীয় সিরিজ থেকে টাইগাররা আয়ারল্যান্ড ছেড়ে যাবে ইংল্যান্ডে বিশ্বকাপে অংশ নিতে।