নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারে অগ্নিকাণ্ডে একই মালিকের দুটি দোকানের মালামাল ভস্মীভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. শাহাবুদ্দিন খান জানান, প্রতিদিনের ন্যায় তিনি সন্ধ্যার পরে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন। পরে দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। একটি দোকানে মুদি পাইকারি মালামাল ও অপরটিতে লেপতোশকের ব্যবসা ছিল। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে তিনি জানান।
আগুন ধরেছে বুঝতে পেরে বাজারের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। শনিবার সকাল ১০টায় দিঘলিয়া ইউপি চেয়ারম্যান নীনা ইয়াসমিন ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে তা স্পষ্ট বলতে না পারলেও দোকানের মালিকসহ স্থানীয়রা ধারণা করছেন পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। দিঘলিয়া বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে অগ্নিকাণ্ডের সময় তিনজন দুর্বৃত্ত মুখোশ পরা অবস্থায় চলাচল করছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।