চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৪ নম্বর নানুপুর ও নবগঠিত ২১ নম্বর খিরাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ ওসমান গণি বাবু (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ জাকারিয়া (আনারস) লড়ছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে পুরুষ সদস্য প্রার্থী হিসেবে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসেবে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৬০৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৭১ জন ও মহিলা ভোটার ৯ হাজার ২৩৬ জন। প্রতি ওয়ার্ডে একটি করে মোট ভোটকেন্দ্র রয়েছে ৯টি।
খিরাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ শহীদুল আলম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সোহরাব হোসাইন (আনারস) এবং স্বরবিন্দু চাকমা (ঘোড়া)। এছাড়াও ৯টি ওয়ার্ডে পুরুষ সদস্য প্রার্থী হিসেবে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসেবে ১২ জন লড়ছেন।
এ ইউনিয়নে মোট ভোটার ৭ হাজার ৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৬০৭ জন ও মহিলা ভোটার ৩ হাজার ৪৬৫ জন। এখানেও মোট ভোটকেন্দ্র রয়েছে ৯টি।
নানুপুর ও খিরাম ইউনিয়ন পরিষদের নির্বাচন ছাড়াও বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রোসাংগিরি ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম বাবুলের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় ওই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী।
এদিকে হাটহাজারীর ১৪ নম্বর শিকারপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- আব্দুর রহমান (নলকূপ), জামাল আহমদ (ফুটবল), মো. ইদ্রিস (বৈদ্যুতিক পাখা), এমরান চৌধুরী (আপেল)। এই ইউপির সদস্য মো. রফিক আহম্মদ গত নভেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভরা পুকুর দারুল কোরআন নূরানী মাদ্রাসা একাডেমি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। এখানে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩৮জন, মহিলা ভোটার ৮৪৬জন।