রোহিঙ্গা ইস্যুতে দলীয় রাজনীতি নয়: ফখরুল

রোহিঙ্গা ইস্যুতে কোনও ‘দলীয় রাজনীতি’ নয়, জাতীয় ঐক্যের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আবারও সরকাররের প্রতি আহবান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সার্কিট হাউজ সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহবান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘ত্রাণ নিয়ে বা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো নিয়ে আমরা কোনও দলীয় রাজনীতি করতে চাই না। আমরা চাই- জাতীয় ঐক্যের মাধ্যমে এই সংকটের সমাধান। আমরা দেখছি- সরকারের এই ব্যাপারে কোনও আন্তরিকতা নেই। তারা এই সমস্যা সমাধান কতটুকু সঠিকভাবে করতে চায় সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে।’

তিনি বলেন, ‘অনেকে অনেক কথা বলছে, আমরা সেই কথা বলতে চাই না- নোবেল পুরস্কারের কথা বলেছেন, অন্যান্য সুবিধার কথা বলছেন। আমরা বলতে চাই, আন্তরিকতা সাথে এই সমস্যার সমাধান করুন। বিভেদ না করে, বিভক্তি না এনে জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের সকল অভ্যন্তরীণ শক্তিগুলোকে এক করে মিয়ানমারের চাপিয়ে দেয়া এই যে সংকট, এই সংকট মোকাবিলায় একটা জাতীয় ঐক্যের চ্যালেঞ্জ গ্রহণ করুন। এটাই হচ্ছে আমাদের আহবান।’

মিয়ানমারকে সমর্থনকারী রাশিয়া, চীন ও ভারতে বিশেষ দূত প্রেরণের পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তাদেরকে (রাশিয়া, চীন, ভারত) পরিস্থিতি বুঝিয়ে এই সমস্যার দ্রুত সমাধানের জন্য সরকারের কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি। আমরা এই কথা বলেছি, প্রয়োজনে প্রধানমন্ত্রীকে ভারত, চীন ও রাশিয়া যাওয়া উচিত, তারা যেন কোনও নেতিবাচক অবস্থান না নেন।’

গত মঙ্গলবার বিকেলে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য বিএনপি মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে কক্সবাজার যান। তিনি উখিয়া, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। উখিয়ায় সেনাবাহিনিকে ত্রাণ ভান্ডারে দলের পক্ষ থেকে দুই ট্রাক ত্রাণ সামগ্রীও দেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সারোয়ার, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান খান কাজল, শরীফুল আলম, হারুনুর রশীদ হারুন,শহিদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, শায়রুল কবির খান, জেলা সভাপতি শাহজাহান চৌধুরীসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top