এবার ভারতের আকাশসীমায় পাক যুদ্ধবিমান, বোমা নিক্ষেপ

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় হামলার ১২ পর বদলা নিয়েছে ভারত। পাকিস্তান ভূখণ্ডে ভারতীয় যুদ্ধবিমান হামলা চালিয়েছে। এর ঘটনার চরম উত্তেজনায় পৌছায় দেশদুটি। উত্তেজনার মধ্যেই পাকিস্তানও বদলা নিলো।

সীমান্ত পেরিয়ে ভারতের বিমান বাহিনীর হামলার ২৪ ঘণ্টার মধ্যেই ভারতে সীমান্ত এড়িয়ে এবার হামলা চালিছে পাকিস্তানের বিমান সেনারা। ভারতের আকাশসীমার মধ্যে ঢুকে বোমা নিক্ষেপ করেছে পাকিস্তানী যুদ্ধবিমান।

ভারতের বার্তা সংস্থা পিটিআই ও টাইমস অব ইন্ডিয়ার জানিয়েছে, বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ভারতনিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নওশেরা সেক্টরে পাকিস্তানী যুদ্ধবিমান প্রবেশের পর বোমা নিক্ষেপ করে। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমানকে তারা ধাওয়া করায় ফিরে গেছে পাকিস্তানী বিমানগুলো।

এর আগে স্থানীয় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ভারতের ১২টি মিরেজ-২০০০ জঙ্গিবিমান জঈশ-ই-মোহাম্মদ, হিজবুল্লাহ মুজাহেদীন ও লস্কর-ই-তৈয়েবার স্থাপনা টার্গেট করে হামলা চালায়। ভারতের দাবি- এ সময় এক হাজার কেজি বোমা ফেলা হয়। তাতে নিহত হয় ৩০০ জন। তবে পাকিস্তানের দাবি- এঘটনায় আহত হয়েছেন মাত্র একজন।

এঘটনার পাল্টা হামলার হুমকি দেয় পাকিস্তানও। ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেন। তিনি শীর্ষস্থানীয় মন্ত্রী, সেনাপ্রধান ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ সশস্ত্র বাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

Scroll to Top