রাজধানীর কামরাঙ্গীরচরে হেলে পড়া ঝুঁকিপূর্ণ পাঁচতলা ভবনটি ভেঙে ফেলা হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের নির্দেশে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ভবন ভাঙার কাজ শুরু হয়।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কামরাঙ্গীরচরের কাজীবাড়ি মোড়ের ভবনটি মূল সড়ক থেকে কিছুটা দূরে থাকায় আশপাশের আধাপাকা ১০টিরও বেশি স্থাপনা ভেঙে ফেলতে হয়েছে। গত সোমবার দুপুরের দিকে বাড়িটি হেলে পড়লে এর বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস ও কামরাঙ্গীরচর থানাপুলিশ এসে সবাইকে নিরাপদে সরিয়ে নেয়। সেই সঙ্গে বাড়ির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, শাহীন নামে এক ব্যক্তি পাঁচ বছর আগে এ ভবনটি নির্মাণ করেছিলেন। মাসতিনেক আগে তিনি সামাদ নামে আরেক জনের কাছে তা বিক্রি করে দেন। রাজউকের অনুমোদন ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছিল।