লবণ বাঁচাতে গিয়ে প্রাণ গেল শিশুর

বসন্তের কালবৈশাখী ঝড় থেকে মাঠের লবণ রক্ষা করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছে মহেশখালীর এক স্কুলছাত্র। বৃষ্টি ও বাতাস শুরু হলে লবণ মাঠে জমাকৃত লবণ রক্ষা করতে গিয়ে হোয়ানক ইউনিয়নের মইগ্যা ঘোনা এলাকায় বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

এ সময় কালবৈশাখীর তীব্রতায় উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার সকাল ৯টায় কালবৈশাখীর এ তাণ্ডব ও বজ্রপাত হয়।

বজ্রপাতে নিহত কিশোর মো. রাজিব (১১) হোয়ানক কেরুনতলী গ্রামের মফিজুল আলমের ছেলে ও হোয়ানক আবদুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

হোয়ানক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, নিজেদের মাঠের লবণে পলিথিন দিতে অন্যদের সঙ্গে গিয়েছিল রাজিব। কিন্তু হঠাৎ বজ্রপাতে রাজিব মাঠেই মারা যায়। মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কালবৈশাখী ও মৌসুমী বায়ু প্রচণ্ড বেগে শুরু হয়। প্রায় ২০ মিনিট চলা এ ঝড়ে মহেশখালীর বিভিন্ন ইউনিয়নে গাছপালা উপড়ে গেছে। বৃষ্টিতে মাঠে মজুদ করে রাখা হাজার হাজার মণ লবণও তলিয়ে গেছে। ঝড়ো হাওয়ায় কাঁচা ঘর-বাড়ি, পানের বরজ পড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলেও খবর পেয়েছি।

Scroll to Top