ক্যারিয়ারের নতুন মোড়ে অভিনেত্রী আজমেরি হক বাঁধন অনেকটা ভিন্ন কৌশল অবলম্বন করছেন। এ অভিনেত্রী প্রত্যেকটা সিদ্ধান্ত বেশ সতর্কতার সাথে নিচ্ছেন, নিশ্চিত হয়ে তবেই নতুন কিছুতে নিজেকে যুক্ত করছেন।
তার ভাষায়, একেবারে ভালো গল্প, ভালো টিম না হলে নিজেকে সেসব কাজ থেকে বিরত রাখছেন। এদিকে রাজধানীর চকবাজারে ঘটে যাওয়া অগ্নিদুর্ঘটনার পর থেকে অন্য সবার মতো তিনিও মানসিক যন্ত্রণায় ভুগছেন।
আবার সবার মত কোনো পরামর্শ বা উপদেশ দিয়েও তিনি কিছু বলতে চাননা। শুধু অন্তরজ্বালায় জ্বলছেন। বাঁধন বললেন, আসলে আমি কোনো পরামর্শ দিতে চাই না। আমার পরামর্শ দিয়ে তো দেশ চলবে না। শুধু এতটুকুই বলতে পারি, ব্যক্তিগতভাবে সবারই সচেতন হওয়া দরকার। এ দুর্ঘটনার পর থেকেই মাথার মধ্যে কেমন ঘুরপাক খাচ্ছে—আমি তো নিজেই জানি না যে, আমার বাসার গ্যাস-বিদ্যুতের লাইন কতটুকু নিরাপদ। ফলে যেকোনো মুহূর্তে এমন দুর্ঘটনার শিকার আমরাও হতে পারি।
নিজেদের সচেতন হওয়া জরুরী বলে বাঁধন জানান, সুযোগ পেলেই সরকার-প্রশাসনকে দোষারোপ করা ঠিক নয়। নিজেরাই যদি নিজেদের অনিরাপদ করার বন্দোবস্ত করে রাখি, তাহলে সরকার, পুলিশ একা কিছু করতে পারবে না। যে কারণে আমাদের ব্যক্তিমাত্রই সচেতন হওয়া জরুরি।
এদিকে আপাতত ক্যামেরার সামনে তেমন ব্যস্ততা নেই বাঁধনের। এর কারণ হিসেবে বললেন, এখন হুটহাট করে কোনো কাজ করছি না। যা করছি, তা ভেবেচিন্তে করছি। বিশেষ করে সাধারণ মানুষের ওপর কাজটির কোনো ইতিবাচক প্রতিক্রিয়া আছে কিনা তা যাচাইয়ের চেষ্টা করি। এর পরই কাজটি শুরু করি।