লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছে। শনিবার প্রথম দিন ব্যাট করে ৪১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন ব্যাট করতে নামে নিউজিল্যান্ড একাদশ।
কিন্তু বৃষ্টির হানায় টাইগার বোলারদের বোলিং প্রস্তুতিটা সম্পূর্ণ করা গেল না।
দ্বিতীয় দিন মাত্র ১২ ওভার মাঠে গড়িয়েছে। তাতেই প্রতিপক্ষের দুই উইকেট তুলে নিয়েছে মোস্তাফিজ-এবাদতরা। নিউজিল্যান্ড একাদশ ৫৭ রান তোলার পর বন্ধ করতে হয় খেলা। এরপর লাঞ্চ পর্যন্ত বৃষ্টি না থামায় ড্র মেনে নেয় দুই দল।
দ্বিতীয় দিন শুরুর ওভারেই ওপেনার জ্যাকব ভুলাকে (০) ফেরান মোস্তাফিজুর রহমান। এরপর অন্য ওপেনার আন্দ্রে ফ্লেচারকে নিয়ে জুটি গড়েন ভারত পপলি। ফ্লেচার ভালোই খেলছিলেন।
তবে ইনিংসের ১১তম ওভারের চতুর্থ বলে তাকে আউট করেন এবাদত হোসেন। ৩২ বলে ৪৩ রান করেন ফ্লেচার। এর কিছুক্ষণ পরই নামে বৃষ্টি।
এর আগে প্রথম দিন চার হাফ সেঞ্চুরিতে ভর দিয়ে ৪১১ রান করে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি পেয়েছেন সাদমান ইসলাম (৬৭), লিটন দাস (৬২), মাহমুদউল্লাহ (৫৯) ও মেহেদী হাসান মিরাজ (৫১)। এছাড়া ব্যাট হেসেছে তামিম ইকবাল (৪৫) ও সৌম্য সরকারেরও (৪১)।