ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) তে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) কক্সবাজার বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়।
চিকিৎসক ও সেবিকাদের আন্তরিক প্রচেষ্টায় কিছুটা সুস্থ্য হয়ে উঠেছেন শাফিন আহমেদ। তিনি ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী।
এদিকে জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক ও যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক হাসিবুল ইসলাম জয় জানান, শাফিন আহমেদ কক্সবাজারে সড়ক দুর্ঘটানায় আহত হন। তবে তার আঘাত গুরুতর নয়। তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন বলে দাবি তাদের।