ভারতের উত্তর প্রদেশ দিল্লিতে রিখটার চার স্কেল মাত্রার মৃদু ভুমিকম্পনে কেঁপে উঠলো দিল্লি।
আজ (২০ ফেব্রুয়ারি) বুধবার সকাল ৮টা ২৯ মিনিটে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী দিল্লিসহ বেশ কিছু এলাকায় মৃদু কম্পন অনুভব হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, তাজিকিস্তানের কফারনিহনে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে চার দশমিক ছয়। তবে তাজিকিস্তানই এই ভূমিকম্পের উৎপত্তিস্থল কিনা এখনও পর্যন্ত জানা যায়নি।
এদিকে মৃদু কম্পন অনুভূত হলেও রাজধানীসহ উত্তর প্রদেশের বেশ কিছু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের অভিজ্ঞতা ইতিমধ্যেই পোস্ট করতে শুরু করেছেন অনেকেই। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এখনও পর্যন্ত জানা যায়নি।