সিরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ২৪

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে জোড়া বোমা হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫১ জন। সোমবার (১৮ ফেব্রুয়ারি) হামলার ঘটনাটি ঘটে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘এসবিএস নিউজ’ এ খবর প্রকাশ করেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইদলিবের মূল শহরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। প্রথম বিস্ফোরণটি একটি গাড়িতে হয়। এরপর ওই বিস্ফোরণে কাছে একটি এ্যাম্বুলেন্স নিয়ে আসা হলে একটি মোটর সাইকেলে করে আবার বিস্ফোরণ ঘটানো হয়। এতে শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অ্যালায়েন্স কমান্ডাররা জানান, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী ও আইএস সংশ্লিষ্টদের ওপর এই হামলা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়িতে আগে থেকে বোমা লাগানো ছিলো। হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক কর্মী। বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে তারা সেখানে পৌঁছেছিলেন।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হতাহতদের দেহ সরিয়ে নিয়ে যাচ্ছে ত্রাণ কর্মীরা।

এদিকে, এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

Scroll to Top