শেবাচিমে ময়লার স্তূপ থেকে ২২ অপরিণত শিশুদের অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ডাস্টবিনে সংরক্ষিত ২২টি শিশুর অঙ্গপ্রত্যঙ্গ কুড়িয়ে পেয়েছেন সিটি করপোরেশনের কর্মীরা। ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে এভাবে লাশ খোলামেলা পরিবেশে ফেলে পরিবেশ দূষণ করা হয়েছে বলে স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে তারা শিগগিরই ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।

হাসপাতালের পরিচালক জানান, রাত সাড়ে ৭টার দিকে ডাস্টবিন পরিষ্কার করতে যান সিটি করপোরেশনের কর্মীরা। এ সময় শিশুদের অঙ্গপ্রত্যঙ্গ দেখতে পান তারা। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে হাসপাতালের কর্মীরা সেগুলো উদ্ধার করে।

ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠনের কথা জানান হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। তিনি জানান, মানবদেহগুলো কমপক্ষে ২৫ বছর আগের। মেডিকেলের নবীন শিক্ষার্থীদের গবেষণার কাজে এগুলো ব্যবহার করা হতো।

Scroll to Top