ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচারের জন্য একটি সমঝোতাপত্র সই হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের তিনি একথা জানান।
কলকাতার টিভিতে বাংলাদেশের চ্যানেল দেখা যায় না-এমন প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা তো চাই এ দেশেও বাংলাদেশের চ্যানেল দেখানো হোক। কিন্তু এখানকার বেসরকারি চ্যানেলগুলো মাত্রাতিরিক্ত সার্ভিস চার্জ দাবি করে। এ কারণে বাংলাদেশের বেসরকারি চ্যানেলগুলো কলকাতায় দেখানো যাচ্ছে না।’
হাছান মাহমুদ বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের দর্শকরা যাতে বিটিভি দেখতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে একটি সমঝোতাপত্র সই হতে যাচ্ছে।’
বাংলাদেশ-ভারতের মধ্যে সংবাদপত্র বিনিময়ের ব্যবস্থা করা যায় কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দুই দেশের মানুষ তো ইন্টারনেটের সৌজন্যে প্রতিদিনই দুই দেশের সংবাদপত্র দেখছেন, পড়ছেন। তবে প্রস্তাব নিয়ে আলোচনা করে দেখব।’
এ সময় কাশ্মীরে সিআরপিএফের গাড়িবহরে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে জওয়ানদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের আত্মার শান্তি কামনা করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ সম্পর্ক আমাদের চিরদিনের। এই সম্পর্ক চির অটুট থাকবে। এই সম্পর্ক নিয়ে আমাদের দুই দেশের এখনো পথচলা। একাত্তর সাল থেকে শুরু। এই পথচলার মধ্যেই আমাদের দ্বিপক্ষীয় সংস্কৃতির আদান–প্রদান হয়। সংস্কৃতি অঙ্গন উজ্জীবিত হয়।’
এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান, উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইকবাল, বাংলাদেশের চিত্রতারকা ফেরদৌস, অপু বিশ্বাস, তারিন, রিয়াজ প্রমুখ।