দেশের উত্তর-পূর্বাঞ্চলের চট্টগ্রাম ও বান্দরবানের বেশ কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ রোববার সকালের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
চট্টগ্রামে রোববার সকাল ৮টা ৫৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এ সময় নগরের অনেক ভবন কেঁপে ওঠে। লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে ভয়ে ছুটোছুটি করতে থাকেন। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত সীমান্তে মিজোরামের কাছে।
এদিকে মৃত্তিকা গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুব ইসলাম জানান, সকাল ৯টার দিকে হঠাৎ মৃদু ভূকম্পনে কেঁপে ওঠে বান্দরবান শহরসহ আশপাশের এলাকা। ৪ থেকে ৫ সেকেন্ড স্থায়ী এ কম্পনে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।