যে কারণে হারলো মাশরাফিরা

প্রথম ম্যাচে পাত্তাই পায়নি বাংলাদেশ। আশা ছিল, দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে টাইগাররা। কিন্তু কিসের কী? এতে আরো করুন অবস্থা! ৮৩ বল আগে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তারা। লজ্জাজনক এ হারে এক ম্যাচ আগেই তিন ওয়ানডের সিরিজ হারল সফরকারীরা।

তো সিরিজে ফেরার ম্যাচে এত বাজে পারফরম্যান্সের কারণ কী? জানালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, হ্যাঁ; এটি একটি কঠিন দিন ছিল। আমরা দ্রুত উইকেট হারিয়েছি। আমাদের পার্টনারশিপগুলো হয়েছেন ৩০ রানের মতো। সেগুলো ৬০ পর্যন্ত গেলে আলাদা কিছু হতে পারত।

টাইগার দলপতি বলেন, আমাদের টপঅর্ডাররা ভালো করতে পারেনি। মিঠুন ভালো রান করেছে। মোস্তাফিজুর আজ দুর্দান্ত বোলিং করেছে। এছাড়া এ ম্যাচে ইতিবাচক সেরকম কিছু নেই।

মাশরাফি বলেন, আমাদের দল হয়ে খেলতে হবে। আমাদের সংগ্রহটা ছিল ২২০-২৩০ এর মধ্যে। যেটা দরকার ছিল ২৭০-২৮০ মতো। তাহলে আমরা লড়াই করতে পারতাম।

আসছে ২০ ফেব্রুয়ারি ডানেডিনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে সেই ম্যাচে সান্ত্বনার জয় লাল-সবুজ জার্সিধারীরা পায় কি না তা দেখার।

Scroll to Top