টঙ্গীর তুরাগ তীরে চলা ৫৪তম বিশ্ব ইজতেমায় মাওলানা জোবায়ের অনুসারীদের আখেরি মোনাজাত শুরু হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪২ মিনিটে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের দুই হাত উঠিয়ে আখেরি মোনাজাত শুরু করেন।
বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী মো. মাহফুজুর রহমান জানান, বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম বিশ্ব ইজতেমায় আখেরি মোনজাত পরিচালনা করছেন।
আখেরি মোনাজাত শেষে শনিবার রাত ১২টার মধ্যে মাওলানা জোবায়ের অনুসারীরা ইজতেমা ময়দান থেকে নিজ নিজ গন্তব্যে চলে যাবেন। আখেরি মোনাজাতের আগে পাকিস্তানি মাওলানা ওবায়দুল্লাহ খোরশেদ উর্দূতে হেদায়েতি বয়ান করেন। পরে মুসল্লিদের সুবিধার্থে তা বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।
রোববার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে সাদ অনুসারীদের ৫৪তম বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সোমবার (১৮ ফেব্রুয়ারি) শেষ হবে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমার সব ধরনের আনুষ্ঠানিকতা।