চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রী হত্যার ঘটনায় ঘাতক স্বামী হাছান সর্দার (৪০) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কুমিল্লা থেকে থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবদে হাছান সর্দার হত্যার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোহাং জাবেদুল ইসলাম।
এর পূর্বে গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় নিজ স্ত্রী শাহিদা আক্তার মুক্তা (৩৫) হত্যা করে রাতেই পালিয়ে যায় হাছান সর্দার। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওইদিন নিহতের ভাই বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনাটি ঘটে উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিন ইউনিয়নের স্থানীয় সৈয়দপুর গ্রামের সর্দার বাড়িতে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পালিয়ে যাওয়ার পর থেকেই হাসান সর্দার বার বার তার অবস্থান পরিবর্তন করে আসছিল বলে জানা যায়। সর্বশেষ মঙ্গলবার তাকে টার্গেট করা হয় এবং এদিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা চৌদ্দগ্রাম বাসষ্টান্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হাছান সর্দারকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাং জাবেদুল ইসলাম জানান, হাসান প্রাথমিকভাবে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পুকুর থেকে মুক্তা হত্যায় ব্যবহৃত ছুরি এবং ফরিদগঞ্জ উপজেলা থেকে মোবাইল ফোন (মুক্তার ব্যবহৃত) উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে