ভারতের হায়দরাবাদ শহরের কাছে দেশটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়েছে। তবে এতে থাকা পাইলট বেঁচে গেছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ‘এইচএল কিরণ’ মডেলের দুই সিট বিশিষ্ট এই প্লেনটি হায়দরাবাদের হাকিমপেত এয়ার ফোর্স স্টেশন থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, প্লেনটির নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থলের দুই কিলোমিটার দূরে প্যারাসুটের মাধ্যমে প্লেন থেকে বেরিয়ে যান ফ্লাইট ক্যাডেট।
ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ