খাসোগি হত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

সৌদি রাজপরিবারের কঠোর সমালোচক সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত দল।

জাতিসংঘের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব পরিকল্পিতভাবে খাসোগিকে নিষ্ঠুর এবং নৃশংসভাবে হত্যা করেছে। খবর বিবিসি বাংলার

জাতিসংঘ তদন্ত কমিটির প্রধান অ্যাগনেস ক্লামারড তদন্তের জন্য গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তুরস্ক সফর করেছেন।

ক্লামারড তদন্তে সৌদি আরবের পক্ষ থেকে বাধা সৃষ্টির চেষ্টার সমালোচনা করেছেন।

একই সাথে সৌদি আরবে ১১ জনকে বিচারের মুখোমুখি করার যে কথা বলা হচ্ছে, সেই বিচারের স্বচ্ছ্বতা এবং নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন  ক্লামারড।

তবে খাসোগির মৃতদেহের খোঁজ এখনও মেলেনি।

জাতিসংঘের এই তদন্ত কমিটির আগামী জুন মাসে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢোকার পর নিখোঁজ হন জামাল খাসোগি। শুরুতে অস্বীকার করলেও ১৯ অক্টোবর সৌদি জানায়, ইস্তাম্বুলে তাদের কনস্যুলেটেই গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে খাসোগির মৃত্যু হয়।

এর দু\’দিন পরই খাসোগিকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবেইর। তবে তাদের দাবি ছিল, জিজ্ঞাসাবাদের সময় ভুলবশত তার মৃত্যু হয়েছে।

লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে

Scroll to Top