আগামী সপ্তাহের কোনও এক সময় সিরিয়া ও ইরাকে ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখল করা এলাকাগুলো \’শতভাগ\’ মুক্ত করার ঘোষণা দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার ওয়াশিংটনে বহুজাতিক জোটের শরিকদের এক সম্মেলনে তিনি একথা জানান বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ট্রাম্প বলেন, আগামী সপ্তাহের কোনও এক সময় হয়ত ঘোষণাটা দেওয়া হবে যে আমরা খিলাফতের ১০০% দখল করে নিয়েছি। ওই এলাকার দখল ওরা হারিয়েছে। আইএস এর খিলাফত ধ্বংস করে দেওয়া হয়েছে।
\’আনুষ্ঠানিক বক্তব্যের জন্য\’ তিনি অপেক্ষায় রয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
সন্ত্রাসবিরোধী চাপ অব্যাহত না রাখলে আইএস জঙ্গিরা আবার সংগঠিত হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা।
লেটেস্টবিডিনিউজ.কম/কেএস