ফাইনাল নিশ্চিতে মাশরাফি-সাকিবের মহারণ

সোমবার রাত থেকেই গোলাবারুদের গন্ধ ছড়াচ্ছে। ফাইনালে ওঠার লড়াইয়ে যে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের মধ্যকার ২২ গজের ময়দানি যুদ্ধ দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা।

এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার ২-এর ম্যাচে জায়গা করে নেয় ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে কোয়ালিফায়ার ১-এর ম্যাচে ৮ উইকেটে পরাজিত হয় রংপুর রাইডার্স। তবে প্রথম পর্ব শেষে টেবিলের শীর্ষে থাকাই ফাইনাল খেলার আরেকটি সুযোগ পেয়েছেন মাশরাফিরা। বর্তমান চ্যাম্পিয়নরা খেলবেন কোয়ালিফায়ার ২-এর ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় মাশরাফিদের মুখোমুখি হবেন সাকিবরা। রংপুর-ঢাকার মধ্যকার জয়ী দল খেলবে ফাইনাল। শিরোপানির্ধারণী মঞ্চে আগামী শুক্রবার প্রতিপক্ষ হিসেবে তারা পাবে কুমিল্লাকে।

ক্রিকেটপ্রেমীদের নিশ্চয়ই মনে আছে বিপিএলের পঞ্চম আসরের কথা। গত আসরের ফাইনালে খেলেছিল ঢাকা ও রংপুর। ক্রিস গেইলের দানবীয় সেঞ্চুরির (৬৯ বলে ১৪৬*) সুবাদে ২০ ওভারে ২০৬/১ রান তুলেছিল রংপুর। জবাবে ব্যাটিংয়ে নামা ঢাকা ৯ উইকেটে ১৪৯ রান তুলতে পারে। ৫৭ রানে পাওয়া জয়ে পঞ্চম আসরের শিরোপা জিতে নেয় মাশরাফির রংপুর রাইডার্স।

অথচ বিপিএলের ষষ্ঠ আসরে কোয়ালিফায়ার ২-এর ম্যাচে দেখা হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট দলকে এবং সত্যটা হলো এই যে, আজই বিদায় নিতে হবে রংপুর অথবা ঢাকাকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় মহারণে কে জিতবেন মাশরাফি নাকি সাকিব?

চলমান আসরে ঢাকার শুরুটা উড়ন্ত হলেও শেষের দিকে এসে খেই হারিয়ে ফেলে। তাদের তো শেষ চারে খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। যদিও শেষ ম্যাচে খুলনাকে হারিয়ে তবেই প্লে-অফে খেলা নিশ্চিত করেন সাকিবরা। অন্যদিকে রংপুরের শুরুটা খারাপ হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফিরে পায় ছন্দ। এবি ডি ভিলিয়ার্স যোগ দেওয়ার পর রংপুর আরও শক্তিশালী হয়ে ওঠে। যদিও প্রথম পর্ব শেষে দেশে ফিরে গেছেন ভিলিয়ার্স। চোটের কারণে ফিরে গেছেন অ্যালেক্স হেলসও। ভিলিয়ার্স ও হেলস চলে যাওয়ায় ব্যাটিংয়ে অনেকটাই শক্তি কমেছে বর্তমান চ্যাম্পিয়নদের। তার পরও নিজেদের শক্তির ওপর আস্থা রাখছেন মাশরাফি। রংপুরের অধিনায়ক ঢাকাকে শক্তিশালী প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি এটাও বলেছেন, দুদলের (ঢাকা-রংপুর) সামনেই সুযোগ থাকছে ফাইনাল খেলার। আমি তো মনে করি, কোয়ালিফায়ার ২-এর ম্যাচে যে দল ভালো খেলবে, তারাই জিতবে এবং ফাইনালে উঠবে।

টি-টোয়েন্টি ক্রিকেটের বড় বিজ্ঞাপন ক্রিস গেইল। তবে রংপুরের ক্যারিবিয়ান ব্যাটসম্যানের ‘ঘুম’ এখনো সেভাবে ভাঙেনি। মাশরাফি অবশ্য গেইলের ওপর আস্থা রাখছেন। বিস্ফোরক এই ব্যাটসম্যান যে ‘বিগ’ ম্যাচে সব সময় ভালো খেলেন। ‘ডু অর ডাই’ ম্যাচে গেইলের ব্যাট হাসবে বলেই মনে করছেন মাশরাফি।

ঢাকার চোখও এখন ফাইনালে। রংপুরকে তারাও শক্তিশালী প্রতিপক্ষ বলেই মনে করছেন। তবে ‘বাঁচা-মরার’ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছেন না সাকিবরা। চিটাগংয়ের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ শেষে প্রেসমিটে এসে রুবেল হোসেন বলেছিলেন, আমরা প্রতিপক্ষ নিয়ে চিন্তা করছি না। সামনের ম্যাচ আমাদের কাছে সেমিফাইনাল। হারলেই বিদায় নিতে হবে। আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। ঢাকার আছেন আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডের মতো ব্যাটসম্যান। বল হাতে নিয়মিত ম্যাজিক দেখাচ্ছেন সাকিব আল হাসান। রংপুরের বিপক্ষে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই মনে করছেন সমর্থকরা।

ঢাকা স্কোয়াড : সাকিব, আসিফ হাসান, ইয়ান বেল, অ্যান্ড্রু ব্রিচ, হজরতউল্লাহ জাজাই, মিজানুর রহমান, মোহাম্মদ নাইম, মোহর শেখ, সুনিল নারিন, নুরুল হাসান, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, কাজী অনিক, রনি তালুকদার, রুবেল হোসেন, আন্দ্রে রাসেল, শাহাদত হোসেন, শুভাগত হোম।

রংপুর স্কোয়াড : মাশরাফি, আবুল হাসান, রবি বোপারা, শেলডন কটরেল, এবি ডি ভিলিয়ার্স, ফারদিন হাসান, ফরহাদ রেজা, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, বেনি হাওয়েল, মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, নাদিফ চৌধুরী, নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, রাইলি রুশো, শফিউল ইসলাম, সোহাগ গাজী, শিন উইলিয়ামস, ওসানে থমাস।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top