বীরত্বের জন্য বিপিএম পদকে পুরস্কৃত হলেন ওসি শাহজাহান

প্রতি বছর পুলিশ বাহিনীর সদস্যগণের অসীম সাহসিকতাপূর্ণ বীরত্ব, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, কর্ম দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রীয়ভাবে তাদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) এর মাধ্যমে পুরস্কৃত করা হয়।

তারই অংশ হিসেবে সাহসিকতাপূর্ণ বীরত্বের কাজের স্বীকৃতি স্বরূপ বিপিএম পদকে পুরস্কৃত হলেন- চট্টগ্রামের সন্ধীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান। সোমবার রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ‘বিপিএম’ পদক পরিয়ে দেন।

মুহাম্মদ শাহ জাহান কর্মদক্ষতায় বিগত দিনে সাহসীকতাপূর্ণ বীরত্বে কাজের স্বীকৃতিতে পিপিএম পদকে ভুষিত হয়ে ছিলেন। এরপর ২০১৯ সালে সাহসীকতাপূর্ণ বীরত্ব ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, কর্ম দক্ষতায় কাজের স্বীকৃতি বিপিএম পদক লাভ করেন।

মুহাম্মদ শাহ জাহান বিপিএম, পিপিএম কমিল্লা জেলার গর্বিত সন্তান। মুহাম্মদ শাহ জাহান বিপিএম, পিপিএম এর যোগ্য ও দক্ষ নেতৃত্বে দ্বীপঞ্চল এলাকা সন্ধীপ থানার আওতাধীন এলাকায় অপরাধ দমন ও আইনশৃংখলা রক্ষায় উল্লেখ যোগ্য ভূমিকা রেখে আসছে। একজন সৎ ও পরিচ্ছন্ন ইমেজের পুলিশ কর্মকর্তা হিসেবেও তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।

লেটেস্টবিডিনিউজ.কম/পিএস  

Scroll to Top