কক্সবাজারে অ্যাঞ্জেলিনা জোলি

বিশ্ব মাতানো হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি এখন বাংলাদেশের কক্সবাজারে। ৪ ফেব্রুয়ারি, সোমবার সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার এসে পৌঁছেন। তার এই সফর মূলত রোহিঙ্গা ক্যাম্প প্রদর্শনের জন্য।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত হিসেবে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের দেখতে এসেছেন জোলি। এই সফরে তিনি চার দিন থাকবেন।

রোহিঙ্গা শিবিরে গিয়ে তাদের দুঃখ, দুর্দশা কাছ থেকে দেখবেন জোলি। শুনবেন নির্যাতিত শরণার্থীদের কথা। এরপর মঙ্গলবার তিনি একটি সংবাদ সম্মেলন করবেন।

২০১৭ সালে রোহিঙ্গা নারীদের অসহায়ভাবে পাশবিক নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা শুনে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। এছাড়া যৌন নিপীড়ন বিষয়ক এক বৈঠকে আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান রোহিঙ্গা ইস্যুতে জোলির সমর্থন চেয়েছিলেন। যার সুবাদে তিনি কক্সবাজার এসেছেন।

অ্যাঞ্জেলিনা জোলির আগে রোহিঙ্গা শিবির প্রদর্শন করে গেছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top