নিউজিল্যান্ডকে জিততে হলে শেষ ৩৫ বলে ঠিক ৩৫ করলেই চলতো। তবে তা আর হতে দিল না ভারতীয় বোলাররা। ২৫৩ রানের টার্গেটে ৪৪.১ ওভারে ২১৭ রানে গুটিয়ে গেল কিউইরা। ফলে আগেই সিরিজ নিশ্চিত করা টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচ সিরিজে ৪-১ ব্যবধানে শিরোপা ঘরে তোলে।
ওয়েলিংটনে মাঝারিমানের এই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিক নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪৪ রান করে রান আউট হন জিমি নিশাম।
লেগস্পিনার যুজভেন্দ্র চাহাল ৩টি উইকেট নেন। দুটি করে উইকেট লাভ করেন মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। এছাড়া ভুবেনশ্বর কুমার ও কেদার যাদব মিলে একটি করে উইকেট নেন।
টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আরও খারাপ অবস্থা হয় ভারতীয় ব্যাটসম্যানদের। দলীয় মাত্র ১৮ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। তবে দলের হাল ধরেন আম্বাতি রায়ডু। সেঞ্চুরি বঞ্চিত হলেও ১১৩ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৯০ রান করে বিদায় নেন। সমান ৪৫ রান করে আসে বিজয় শঙ্কর ও হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। ইনিংসের শেষ বলে ভারত ২৫২ রানে অলআউট হয়।
কিউই পেসার ম্যাট হেনরি সর্বোচ্চ ৪টি উইকেট নেন। আরেক পেসার ট্রেন্ট বোল্ট ৩ উইকেট দখল করেন।
রায়ডু ম্যাচ সেরা ও সিরিজ সেরা হন মোহাম্মদ শামি।
লেটেস্টবিডিনিউজ.কম/পিএস