আগামী সাত দিনের মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান রির্টানিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান। নির্বাচন পেছানোর আপাতত কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান তিনি।
এদিকে, তফসিল ঘোষণার আগেই শিক্ষার্থীদের ভোটার ও প্রাথী হওয়ার অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। আজ শনিবার দুপুরে, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে দাবি জানিয়ে স্মারকলিপিও দিয়েছে বাম ছাত্র জোট। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে দখলদারিত্ব চলছে অভিযোগ করে হলগুলোকে দখলমুক্ত করে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করার দাবিও জানান এসব সংগঠনের নেতারা।
২৮ বছরের বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১১ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। ওই দিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে সামনে রেখে ডাকসু\’র গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জন কমিটি, আচরণবিধি প্রনয়ণ কমিটি এবং ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। প্রধান রিটার্নিং কর্মকর্তাসহ আরও ৫ জন রিটার্নিং কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে।
গঠনতন্ত্র অনুযায়ী, হল সংসদসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু\’র নির্বাচন প্রতিবছর হওয়ার কথা। কিন্তু স্বাধীনতার পর মাত্র ছয়বার নির্বাচন হয়েছে। ১৯৯০ সালের ৬ই জুন সবশেষ ডাকসু নির্বাচন হয়।
লেটেস্টবিডিনিউজ.কম/পিএস