নদী দখলকারীদের নির্বাচন ও ঋণের অযোগ্য ঘোষণা

নদী দখলকারীদের নির্বাচন করার ও ঋণ পাওয়ার অযোগ্য ঘোষণা করেছেন হাইকোর্ট। রোববার তুরাগ নদী রক্ষায় একটি রিট মামলার বিচার শেষে দেওয়া রায়ে এ ঘোষণা দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ।

রায়ে তুরাগ নদকে জীবন্ত সত্তা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেশের সব নদ-নদী, খাল-বিল ও জলাশয়কে রক্ষার জন্য জাতীয় নদী রক্ষা কমিশনকে আইনগত অভিভাবক ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়া নদী রক্ষা কমিশন যাতে নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় কার্যকর ভূমিকা নিতে পারে, সেজন্য সরকারকে আইন সংশোধন করে কঠিন শাস্তির বিধান রাখতে বলা হয়েছে।

রায়ে জলাশয় দখলকারী ও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের তালিকা প্রকাশ, স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের ডিজিটাল ডেটাবেইজ তৈরি এবং সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি নিতে বলেছেন হাইকোর্ট।

লেটেস্টবিডিনিউজ.কম/পিএস  

Scroll to Top