প্লে-অফে কে কার মুখোমুখি

দেখতে দেখতে শনিবার শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের লিগ পর্বের খেলা। সেখান থেকে চারটি দল রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থেকে জায়গা পেয়েছে প্লে-অফে। এবার দেখা নেয়া পরের রাউন্ডে কে কার মুখোমুখি হচ্ছে।

এখন পর্যন্ত লিগ পর্বে ১২টি করে ম্যাচ খেলে সবচেয়ে বেশি ৮টি করে জয় পেয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে মোট রান রেট বেশি হওয়ায় শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে রংপুর। ৭টি জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। দলটি রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ৬টি করে জয় তুলে নেওয়া ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের মধ্যে রান রেটের দিক থেকে এগিয়ে থাকায় ঢাকা উঠে গেছে শেষ চারে।

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস ১ম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সোমবার। জয় দল উঠে যাবে সরাসরি ফাইনালে। পরাজিত দলের অবশ্য সুযোগ থাকবে শিরোপার লড়াইয়ে জায়গা পাবার। তার আগেই অবশ্য ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের মধ্যেকার এলিমিনেটর ম্যাচ হয়ে যাবে। সেখানে জয়ী দলের সঙ্গে খেলবে কোয়ালিফায়ারে পরাজিত দল। এ দুই দলের মধ্যেকার জয়ী দল উঠে যাবে ফাইনালে।  

একনজরে প্লে-অফের সূচি-

এলিমিনেটর- ৪ ফেব্রুয়ারি (সোমবার)
ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগং ভাইকিংস
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা

প্রথম কোয়ালিফায়ার- ৪ ফেব্রুয়ারি (সোমবার)
রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা সাড়ে ছয়টা

দ্বিতীয় কোয়ালিফায়ার- ৬ ফেব্রুয়ারি (বুধবার)
এলিমিনেটর ম্যাচের জয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা সাড়ে ছয়টা

ফাইনাল- ৮ ফেব্রুয়ারি (শুক্রবার)
প্রথম কোয়ালিফায়ার ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা সাতটা

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top