ঠাকুরগাঁও সদরে একটি ট্রাক অপর আরেকটি ট্রাককে ওভারটেকের চেষ্টা করার সময় সড়ক দুর্ঘটনায় দুজন এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের উনত্রিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পরেশ বর্মন (৫২) ও মাহফিজার রহমান জিয়ন (৪৮)। তারা দুজন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ইএসডিও) নামে একটি উন্নয়ন সংস্থার কর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পরেশের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের তেয়ারীগাঁও গ্রামে। আর জিয়নের বাড়ি ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ এলাকায়। তারা দুজনেই ১২ থেকে ১৩ বছর ধরে ওই এনজিওতে কর্মরত ছিলেন। পরে তাদের কর্মস্থল বদলি করা হলে শনিবার সকালে মোটরসাইকেলযোগে সেখানে যোগ দিতে যাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে মোটরসাইকেলযোগে ওই দুই এনজিও কর্মী নতুন কর্মস্থল দিনাজপুরের পার্বতীপুরে যোগ দিতে যাচ্ছিলেন। সে সময় সড়কে দুটি ট্রাক নিজেদের মধ্যে ওভারটেক করার চেষ্টা করছিল। ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের উনত্রিশ মাইল নামক স্থানে পেছন থেকে আসা ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পরেশ মারা যান। অপর এনজিও কর্মীকে সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সংবাদমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ট্রাকের চালকদের গ্রেপ্তার করা যায়নি। তাদের খোঁজা হচ্ছে।’