জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈর উপজেলার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার যুধিষ্টির বসুকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার কদমবাড়ীর ইউনিয়নের মৃধাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, যুধিষ্টির বসু গতকাল রাতের খাবার খেয়ে তড়িঘড়ি করে বাড়ির পাশে মুরগির খামার দেখতে যান। এরপর ফিরে এসে ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার ভোরে ঘুম ভেঙে স্বামীকে ঘরে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তার স্ত্রী ইতি বসু। পরে তিনি মুরগির খামারে যাওয়ার রাস্তার পাশে স্বামীর লাশ দেখতে পান।
নিহতের বড় ছেলে রনি বসু জানান, একই গোষ্ঠীর জেঠা (চাচা) যতিশ বসু, সতিশ বসু, পাচু বসু গঙদের সঙ্গে বাড়ির পাশে পুকুরের জায়গা নিয়ে আমার বাবা যুধিষ্টির বসুর মামলা চলে আসছিল। গত কয়েকদিন আগে মামলার রায় আমাদের পক্ষে আসে। এতে যতিশ বসুগঙরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
স্ত্রী ইতি বসু অভিযোগ করেন, ‘যতিশ বসুরাই আমার স্বামীকে হত্যা করেছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, গায়ে আঘাতের চিহ্নসহ যুধিষ্টির বসুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্তরা বাড়িঘরে তালা মেরে পালিয়ে গেছে বলেও জানান তিনি।