পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে এক ছাত্রীকে মারধর করেছে রাসেল জোমাদ্দার নামে স্থানীয় এক বখাটে যুবক। এ সময় ওই ছাত্রীকে রক্ষা করতে গিয়ে বখাটের হামলায় আহত হয়েছেন মাদ্রাসা সুপার মো. সহিদুল ইসলাম।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে ইন্দুরকানী উপজেলার কলারন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত মাদ্রাসা ছাত্রী ও সুপারকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর মাদ্রাসা বন্ধ করে শিক্ষক ও শিক্ষার্থীরা বখাটের বিচার দাবি করে বিক্ষোভ প্রদর্শন করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে ওই মাদ্রাসায় কোচিং ক্লাস চলছিল। এসময় মাদ্রাসার সামনে দাঁড়ানো সোবহান জোমাদ্দারের ছেলে রাসেল জোমাদ্দার অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে ডেকে পাঠান। এ সময় ছাত্রীটি না আসলে জোরপূর্বক তাকে তুলে আনেন রাসেল জোমাদ্দার। পরে মাদ্রাসার সামনে তাকে ব্যাপক মারধর করা হয়। ছাত্রীর চিৎকারে মাদ্রাসা সুপার মো. সহিদুল ইসলাম তাকে রক্ষা করতে এগিয়ে আসলে শিক্ষককে বুকে পিঠে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে রাসেল জোমাদ্দার। এরপর অন্যান্য শিক্ষকরা রাসেলকে ধরে এনে মাদ্রাসার ভেতর আটকে রাখলে স্থানীয় ৮নং ওয়ার্ডের মেম্বর আ. হাই জোমাদ্দারের ছেলে নবীন জোমাদ্দার মাদ্রাসায় ঢুকে শিক্ষকদের হুমকি দিয়ে রাসেলকে নিয়ে আসে।
এ ঘটনায় বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসা বন্ধ করে বখাটের বিচার দাবি করে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বখাটে রাসেলকে আটক করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগে জানান, রাসেল এরআগে তার মামাতো ভাই বেলালকে কুপিয়ে জখম করে। এছাড়া স্থানীয় মুক্তিযোদ্ধা খালেক জোমাদ্দার ও তার সন্তানদের মারধর করে। মোড়েলগঞ্জে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের হাতে ধরা পড়ে রাসেল। এসব ছাড়াও এলাকায় তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই মাদ্রাসা ছাত্রী বলেন, ‘রাসেল প্রায়ই পথে ঘাটে আমাকে বিরক্ত করত। সে প্রেমের প্রস্তাব দিয়েছিল আমি না বলতেই আমাকে বেদম মারধর শুরু করে এবং পড়নের পোশাক ছিঁড়ে ফেলে।’
ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ওই বখাটেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম