ভারতে ছড়িয়ে পড়ছে সোয়াইন ফ্লু, মৃত ৪০

ভারতের কয়েকটি রাজ্যে সোয়াইন ফ্লু ব্যাপক হুমকি সৃষ্টি করেছে। প্রতিবেশী দেশগুলোতেও এ রোগ বিস্তারের আশঙ্কা করছেন অনেকে।

জানুয়ারি মাসেই রাজস্থান রাজ্যে সোয়াইন ফ্লুতে ৪০ জন মারা গেছে। আরো এক হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়াও নয়াদিল্লিতে এ ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি মারা গেছেন। গত ১৩ জানুয়ারি পর্যন্ত সেখানে ১৬৮টি আক্রান্ত হওয়ার ঘটনার খবর পাওয়া গেছে।

শীতের মাস ডিসেম্বর ও জানুয়ারিতে রাজস্থান এবং নয়াদিল্লিতে সোয়াইন ফ্লুর সংক্রমণ বেড়ে গেছে।

খুব সহজেই একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়া এই এইচ১এন১ ভাইরাসে গত বছর দেশটিতে একহাজার ১০০ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছে ১৫ হাজার।

Scroll to Top