ঢাবি ছাত্রীর ‘হিজাব স্টাইল’ ইউটিউবে সাড়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন মুনিয়া ফারজানা মুনা। তিনি হিজাব কন্যা হিসেবে ইতিমধ্যে আলোচনায় এসেছেন। কীভাবে হিজাব পড়তে হয়, নানা স্টাইলে নানা ভঙ্গিমায় হিজাব পরার ভিডিও বানিয়ে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তার বানানো এসব ভিডিও ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। Modest Lifestyle by MUNA নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এই চ্যানেলের মাধ্যমে তিনি মাসে মাসে আয় করছেন হ্যান্ডসাম এমাউন্ট।

জানা গেছে, মুনা থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে। তার সব ভিডিও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ধারণ করা। ইউটিউব চ্যানেল খুলে তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। সম্প্রতি খুলেছেন হিজাবের অনলাইন শপ। পেয়েছেন ইউটিউব থেকে সিলভার বাটন। তার চ্যানেলে এখন সাবস্ক্রাইবারের সংখ্যা ২ লাখ ৯২ হাজারেও বেশি। শিগগিরই আরো ২টি সিলবার বাটন পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/channel/UCzFzveJBPfRHdTDtmC4mhdw/videos

Scroll to Top