১৪ দলের শরিকরা সংসদে বিরোধী দলের আসনে বসবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা পালন করবেন তারা।’
আজ বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘মহাজোট হচ্ছে রাজনৈতিক কৌশলগত জোট আর ১৪ দলের সঙ্গে আমাদের আদর্শিক জোট। ১৪ দলের শরিকদের সঙ্গে আমাদের কোনোরকম টানাপোড়েন নাই। শরিকদের সঙ্গে যদি কোনো সমস্যা থাকে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে।’
ওবায়দুল কাদের বলেন,‘কন্সট্রাকটিভ অপজিশন যখন পার্লামেন্টে থাকবে,তখন সরকারি দল কোনো ভুল করলে ভুলটা সংশোধন করতে পারবে এবং বিরোধিতা না থাকলে তো একতরফা কাজ চলবে।’
‘বিরোধীরা থাকলে সরকার কিছু শিখবে এবং সমালোচনা থেকে দূরে থাকতে পারবে’ বলেও মনে করেন দলের সাধারণ সম্পাদক।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ, রাজনীতিতেও বেপরোয়া চালকের কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে আমার ভয় হয়।’
লেটেস্টবিডিনিউজ.কম/কেএস