নিষিদ্ধ রাহুল-পান্ডিয়া

একটি টেলিভিশন শোয়ে নারীদের নিয়ে ‘অশালীন’ মন্তব্যের জের ধরে তদন্ত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুলকে দল থেকে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। শুক্রবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিসিআই প্রশাসন কমিটির চেয়ারম্যান বিনোদ রাই।

রাই বলেন, ‘তদন্ত না হওয়া পর্যন্ত দু’জনকেই আপাতত নিষিদ্ধ করা হয়েছে।’

তবে এই সিদ্ধান্তের আগেই শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের দল থেকে দু’জনকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দল নির্বাচকরা। শুধুমাত্র প্রথম ওয়ান ডে নয়, পুরো সিরিজেই খেলা হচ্ছে না এই দুই ক্রিকেটারের। অর্থাৎ, সিরিজের মাঝপথেই দেশে ফেরার টিকিট ধরতে হচ্ছে দুই ক্রিকেটারকে। দুই ক্রিকেটারের দেশে ফেরার বিষয়টিও নিশ্চিত করেছে বিসিসিআই।

উল্লেখ্য, করণ জোহরের টক শো-এ অশালীন মন্তব্য করেছিলেন হার্দিক পান্ডিয়া এবং কেএল রাহুল। তার পরেই তুমুল হইচই শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। দু’জনকেই দল থেকে নিষিদ্ধ করার দাবি উঠতে থাকে। তাদের দু’ম্যাচের জন্য নিষিদ্ধের দাবি করেন প্রশাসক কমিটির সদস্যা ডায়ানা এদুলজি।

এদিকে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই দুই ক্রিকেটারের তুমুল তুলোধোনা করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top